তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ.লীগের অবস্থান পরিষ্কার করলেন মুহাম্মদ আলি আরাফাত

tattabadhayak sarkar muhammad ali arafat

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আলি আরাফাত বলেছেন, “কিছু মাস আগে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই দাবি তুলেছেন। প্রশ্ন উঠছে—আমরা তো তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরুদ্ধে ছিলাম, তাহলে এখন কেন তা চাইছি?”

তিনি বলেন, “আওয়ামী লীগ নীতিগতভাবে এখনো তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিপক্ষে। তবে বর্তমানে দেশে যে অনির্বাচিত ও অবৈধ সরকার ক্ষমতা দখল করে আছে, তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হলে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জরুরি।”

আরাফাত আরও বলেন, “যদি দেশে একটি বৈধ ও নির্বাচিত সরকার থাকত, তবে তত্ত্বাবধায়কের প্রয়োজন হতো না। তত্ত্বাবধায়ক কখনো রাজনৈতিক সরকারের বিকল্প নয়। তবে বর্তমান ইউনূসের অবৈধ সরকারের বিকল্প হিসেবে এখন একমাত্র পথ হলো তত্ত্বাবধায়ক সরকার।”

প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগ দীর্ঘদিন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার বিরোধিতা করে আসছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের অবস্থান নতুন মাত্রা পেয়েছে।