‘ফুল স্টপ দিন’—মানবিক করিডর নিয়ে সরকারের অবস্থানে হুঁশিয়ারি নুরুল হকের

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহায়তা পৌঁছাতে বাংলাদেশে মানবিক করিডর গঠনের প্রস্তাব নিয়ে সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি বলেন, “এই প্রস্তাবে ফুল স্টপ দিন। আর এক পাও আগাবেন না।”

নুর বলেন, “আপনাদের প্রতি আমাদের সমর্থন, ভালোবাসা আছে বলেই যা ইচ্ছা তাই করবেন—এমন চিন্তা ভুল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। এমন সিদ্ধান্ত কোনো সরকারকেই নিতে দেওয়া হবে না।”

তিনি বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আমরা রাষ্ট্র সংস্কার চাই, তবে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া চলবে না। নির্বাচন কবে হবে কেউ জানে না, তবু আমরা চাই দ্রুত এবং স্বচ্ছ নির্বাচন হোক।”

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড তুলে ধরে নুরুল হক বলেন, “যারা ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা চালিয়েছে, পঙ্গু করেছে শত শত মানুষকে—তাদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে আজও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা স্পষ্ট করে বলছি, এই গণহত্যাকারী রাজনৈতিক দলকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”

গণ অধিকার পরিষদের একাধিক উপদেষ্টার আপসকামী মানসিকতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “কারও কারও মাঝে আপসের প্রবণতা দেখা যাচ্ছে। তাঁরা প্রশাসনের সঙ্গে মিলে ‘রি-ফাইন্ড আওয়ামী লীগ’ নামক নতুন কোনো সংস্করণ তৈরি করতে চাইছেন। এটা আগুন নিয়ে খেলা।”

জুলাইয়ের গণ–অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা ভেঙে গেলে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কাও প্রকাশ করেন নুরুল হক।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, আইনবিষয়ক সম্পাদক শেখ শওকত হোসেন ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।