মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন ট্রাম্পের, বৈশ্বিক সংকট মেটানোর চেষ্টায়

modir jonmodiner shubhochecha tramp phone
print news

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন ছিল বুধবার (১৭ সেপ্টেম্বর)। তার আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুভেচ্ছাবার্তা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন মোদি।

মোদি তার টুইটারে লিখেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।” তিনি আরও বলেন, “আপনার মতো আমিও ভারত-আমেরিকার সম্পর্ক ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

মোদি তার বার্তায় রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আমরা আপনার উদ্যোগকে সমর্থন করি।”

১৭ জুনের পর এই প্রথম মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনে কথা হলো। সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহে অন্তত চারবার মোদিকে ফোন করেছেন ট্রাম্প, কিন্তু মোদি তখন ফোন ধরেননি।

যুক্তরাষ্ট্র এবং ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে, মোদির জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোন কিছুটা ‘ইতিবাচক’ হিসেবে দেখা হচ্ছে।