সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপা মহাসচিবের

japa mahasachiber dabi scaled

সন্ত্রাসবিরোধী আইনে নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় এ মন্তব্য করেছেন দলের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

পার্টি অফিসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করলে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, পার্টি অফিসের নামাজ ঘর, প্রকাশনায়, এবং দো-তলায় চেয়ারম্যানের রুমের জানালা ভেঙে আগুন দিয়েছে। এসময় তারা নামাজ ঘরের গ্রিল ভেঙে নিয়ে যায় বলে দাবি করেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করি এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।