নৈতিকতা রক্ষায়’ তালেবান এই প্রদেশে ওয়াই-ফাই সেবা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, এই পদক্ষেপটি ‘পাপাচার রোধে’ নেওয়া হয়েছে।
২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর প্রথমবারের মতো তালেবান এই ধরনের নিষেধাজ্ঞা জারি করল। এর ফলে বালখ প্রদেশের সরকারি দপ্তর, বেসরকারি খাত, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ বাসাবাড়িতে ফাইবার অপটিক ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। তবে মোবাইল ইন্টারনেট সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র হাজি আতাউল্লাহ জায়েদ বার্তা সংস্থা এপি’কে জানান, তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে বালখে ‘সম্পূর্ণভাবে’ ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, “প্রয়োজনীয়তার জন্য দেশে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হবে।”
তবে, কেন বালখ প্রদেশে প্রথম এই পদক্ষেপ নেয়া হলো এবং এই নিষেধাজ্ঞা অন্যান্য প্রদেশেও বিস্তৃত হবে কি না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগেও, আফগান কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে কিছু সময় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে রেখেছিল, বিশেষ করে ধর্মীয় উৎসবের সময়, যাতে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণ রোধ করা যায়।