জুলাই আন্দোলন থেকে জাকসুর ভিপি কে এই জিতু

juli andolon theke jaksur vpi ke ei jitu

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।

এ বছর জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত জোট ব্যাপক জয় পেয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জাকসুর ২৫টি পদে থেকে ২১টি পদেই জয় পেয়েছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি ৩টি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

কে এই জিতু?

আবদুর রশিদ জিতু, যিনি ছাত্রশিবিরের ভূমিধস জয়ের মধ্যে ভিপি পদে জয় লাভ করে আলোচনায় এসেছেন, নির্বাচনে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল্লাহ আদিব, যিনি ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী, পেয়েছেন ২ হাজার ভোট।

জানা গেছে, আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

আন্দোলনে ভূমিকা

জিতু জুলাই আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে তিনি শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ওই আন্দোলনের মাধ্যমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জনপ্রিয়তা গড়ে ওঠে।

জিতু ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের হাতে প্রথম আহত হওয়ার পর সংগঠনটি ছাড়েন। এরপর তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরে আন্দোলনের নেতৃত্ব দেন।

বিগত সময়ের রাজনৈতিক ও আন্দোলনমূলক কর্মসূচিতে তার নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করেছে। পরবর্তীতে তিনি ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন।