আবারো জম্মু-কাশ্মীরে উত্তেজনা বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী নিহত, আহত ৩

indian army personnel killed in kulgam jammu kashmir

৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার গুদ্দার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন, এবং তিনজন, যাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) রয়েছেন, আহত হন। আহত জেসিও’র অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করেছিল। অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীরা সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, যার প্রতিউত্তরে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এই গুলিবিনিময়ে একজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

‘চিনার কর্পস’ তাদের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, “গুদ্দার বনাঞ্চলে যৌথ তল্লাশি অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক জেসিও আহত হন। গুলিবিনিময়ে একজনকে হত্যা করা হয়েছে। অভিযান এখনও চলছে।”

উল্লেখ্য, গত মাসে জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে আরেকটি অভিযানে দুইজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন ‘হিউম্যান জিপিএস’ নামে পরিচিত বাগু খান।