কুমিল্লায় পৃথক পৃথক কক্ষ থেকে মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের লাশ উদ্ধার

kakkho theke ma o meyer lash udhdar comilla
print news

কুমিল্লায় ভাড়া বাসার পৃথক কক্ষ থেকে মা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার রিংকি (২৩)। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক কালের কণ্ঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতরা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা হলেও গত ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নিহত তাহমিনার দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন।

তাহমিনার মেয়ে সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার গভীর রাতে ছেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভাড়া বাসায় গিয়ে দেখে দুই কক্ষের বিছানার ওপর দুজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ সেগুলোর সুরতহাল তৈরি করে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক কালের কণ্ঠকে বলেন, “খবর পেয়ে আমরা রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে নিয়ে আসতে আসতে ফজরের নামাজ পর হয়েছে। খাটের নীচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে।