ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি প্রার্থী শামীমের নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি

shamim hossain daksu vp safety concerns gd
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন (২৩) জীবনহানির শঙ্কা এবং হামলার আশঙ্কা উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জিডির একটি কপি যমুনা টেলিভিশনের হাতে আসে।

নিজের পরিচয় দিয়ে শামীম বলেছেন, “বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। আমার নির্বাচনী প্রচারণার মূল বিষয় হলো ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যা লেজুরবৃত্তিক ছাত্রসংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরবে।”

শামীম আরও জানান, “এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গত ২৮ তারিখ সকাল আনুমানিক ১১টার সময় শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করাকালীন সময় অনলাইন এবং অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম (যেমন: ফেসবুক, টুইটার ইত্যাদি) এবং ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “এই প্রোপাগান্ডাগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে।”

এর ফলে শামীমের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, “আমি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে, নির্বাচনের আগে এবং পরে আমার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক আঘাত আসার আশঙ্কা করছি। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।”

শামীমের এই অভিযোগের পর, সাধারণ ডায়েরি (জিডি) স্বীকার করে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।