মিথ্যা মামলায় ধানমণ্ডি থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

awami league 8 netakormi greftar
print news

০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৫
রাজধানীর ধানমণ্ডি থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝটিকা মিছিলের পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান জানান, ধানমণ্ডিতে ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো আট নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আমরা এই গ্রেপ্তারকে তীব্রভাবে নিন্দা জানাই এবং একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা হিসেবে বিবেচনা করি। এ ধরনের ন্যায্যতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।