পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা

পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর শাহবাগে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা দুপুর ১টার মধ্যে দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন।

শিক্ষার্থীরা স্লোগানে বলেন— “আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম”, “কোটা না মেধায়, মেধায় মেধায়”, “অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই” ইত্যাদি। তাদের দাবি, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে যমুনা অভিমুখে পদযাত্রারও হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার না করা।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এদিকে সংঘর্ষের আশঙ্কায় পুরো শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।