গোপালগঞ্জ, ১৬ জুলাই ২০২৫:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ১লা জুলাই থেকে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির আওতায় গোপালগঞ্জে আজ ১৬ জুলাই পদযাত্রার আয়োজন করা হয়, তবে বিপত্তি সৃষ্টি হয় বিভিন্ন মহলের উস্কানি দেওয়ার কারণে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জের সাধারণ মানুষসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় আজ সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ অতর্কিত হামলা চালায়। এর পর, বিক্ষুদ্ধ জনতা পুলিশের ঘাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে তিনজন আহত হন, যাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় গোপালগঞ্জের শতাধিক মানুষ আহত হয়েছেন। পুলিশের এই আচরণের নিন্দা জানিয়েছে স্থানীয় সাধারণ জনগণ।