মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডর’ চালুর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত করার আহ্বান জানায় এবং বিকল্প হিসেবে রাজনৈতিক সংলাপ শুরু করার পরামর্শ দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরাকানে চলমান মানবিক সংকট নিয়ে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন। সাধারণ নাগরিকদের পাশে দাঁড়ানোর ব্যাপারে জনগণ আন্তরিক হলেও, আন্তদেশীয় করিডর ইস্যু অত্যন্ত সংবেদনশীল। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সামরিক নিরাপত্তা জড়িত, যা অবহেলা করা ঠিক নয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভাষ্য অনুযায়ী, বিশ্ব ইতিহাসে দেখা গেছে, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত তথাকথিত ‘মানবিক করিডর’ বহু সময় সামরিক তাৎপর্য নিয়ে আবির্ভূত হয়। ফলে যথাযথ নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য ছাড়া এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সংগঠনটি আরও অভিযোগ করে, সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ না করেই একতরফাভাবে পদক্ষেপ নিয়েছে। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে যখন দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজমান, তখন এমন সিদ্ধান্ত আরও উদ্বেগজনক।