সশস্ত্র বাহিনী দিবসে খাবারে ‘স্লো পয়জন’ দাবি—গোয়েন্দাদের

khaleda zia
print news

খালেদা জিয়াকে নিয়ে অনেক রকম নাটক করা হচ্ছে। তবে খালেদা জিয়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। কিছুদিন আগেই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা সদরে যান বেগম খালেদা জিয়া। মূলত ইউনুস ও তার গংদের পরামর্শে তাকে দাওয়াত করা হয়েছিল। সেনা সদরে গিয়ে ইউনুস গংদের ভয়ংকর পরিকল্পনার জালে আটক পড়েন বেগম খালেদা জিয়া।

সেনা সদরে যাবার পূর্বে তার চিকিৎসক টিমের পক্ষ থেকে তাকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়েছিল। সেনা সদরে খালেদা জিয়ার খাবারের সংগে বিষ মেশানো হয় যাতে তার ফুসফুস, হার্ট ও লিভার অকার্যকর হয়ে পরে। বিষক্রিয় মূলত ধীর গতিতে হয়েছে তাই ডাক্তার কিংবা খালেদা জিয়ার আশেপাশের কেউ বিষয়টি বুঝতে পারেন নি। এমনকি হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রেও বিষয়টি ধরা পরে নি।

এই পরিকল্পনাটি করা হয় মূলত তারেক জিয়াকে স্থায়ীভাবে দেশে ফেরত এনে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। এই পরিকল্পনায় তারেক জিয়া ও তার পুরো পরিবার ছিল। পিনাকীর পরামর্শে ফ্রাঞ্চ থেকে এই বিষ নিয়ে আসা হয় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। পরিকল্পনা অনুযায়ী ইউনুস  ওয়াকারকে পরামর্শ দেয় যে খালেদা জিয়াকে যেভাবেই হোক সেনাদের অনুষ্ঠানে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে খালেদা জিয়ার খাবারের জন্য বিষ মিশিয়ে দেয়ার বিষয়টি সবাই জানতেন বিশেষ করে এনসিপি ও জামাতের নেতারা বিষয়টি অনেক আগে থেকেই জানে।

হাসনাত যেদিন হাসপাতালে খালেদা জিয়াকে দেখার জন্য গিয়েছিলো মূলত সেদিনই খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। কিন্তু পলায়নের পথ খুঁজতে ব্যস্ত ইউনুস গংদের পক্ষ থেকে ও তারেক জিয়া প্রচুর অর্থ ব্যয় করে হাসপাতাল থেকে তথ্য লুকিয়ে যাচ্ছেন এবং জনগণকে প্রতারিত করছেন।

তারেক জিয়া ইউনুসকে সরাসরি বলেছে যে ব্রিটিশ নাগরিক হিসেবে এবং রাজনৈতিক আশ্রয়ের কারণে সে সরাসরি দেশে যেতে এখন বহু বাধা। এই বাধাকে এখন ভারতের দোষ বলে চালিয়ে দেয়া যাবে এবং দেশে তার জন্য একটা সফ্ট কর্নার চালু করা যাবে। সেই অনুযায়ী খালেদা জিয়াকে নিয়ে নাটক চলছে। এই নাটকের চূড়ান্ত পর্যায়ে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হবে এবং হটাৎ করেই তারেক জিয়া এবং তার পরিবারের আগমন ঘটবে। আর তারেক, এনসিপি ও জামাতকে ক্ষমতায় বসিয়ে ইউনুস পালিয়ে যাবে। এই পরিকল্পনা অনুযায়ী সব হচ্ছে।

তারেকের মাতৃপ্রেম কিংবা দেশপ্রেম কোনোটাই নেই আছে কেবল ক্ষমতারপ্রেম। আর বিএনপি, এনসিপি, জামাত এবং ইউনুস গং এরা সবাই একই পথের পথিক। ক্ষমতার লোভে মানুষ মারতে এরা অনেক পটু। এরা জাতীয় শত্রু। এদের চিনে রাখুন সবাই। নিজের লোকজনের হাতেই বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এটা আসলেই মর্মান্তিক।