রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রোববার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পিটুনি, সংঘর্ষ, কুপিয়ে হত্যা, পানিতে ডুবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও আত্মহত্যায় এসব মৃত্যু হয়েছে।
রাজধানীর গুলশানে এক পাঁচ তারকা হোটেল থেকে উদ্ধার করা হয় ৫০ বছর বয়সী মার্কিন নাগরিক জ্যাকসনের মরদেহ। হোটেল কর্তৃপক্ষ সন্দেহ হওয়ার পর পুলিশ ও দূতাবাসের প্রতিনিধিরা এসে মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক।
খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) মরদেহ উদ্ধার করা হয়। সাংবাদিক বুলু খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। তার লাশে আঘাতের চিহ্ন পাওয়ার পর তদন্ত চলছে।
কুমিল্লা নগরীর রামপুরে মা ও মেয়ে, লুৎফা বেগম (৭০) ও শিল্পী আক্তারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সন্দেহ করছে, তাদের মৃত্যুতে পারিবারিক অশান্তি ভূমিকা রেখেছে।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এক যুবক আবদুল্লাহ আল মনির (৩৪) ছুরিকাঘাতে খুন হন। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
এছাড়া, নাটোর, মুন্সীগঞ্জ, কুড়িগ্রামসহ আরও বিভিন্ন স্থানে ঘটেছে খুন, আত্মহত্যা ও দুর্ঘটনায় মৃত্যু।
এই সব ঘটনার দিকে তাকালে, দেশের বিভিন্ন জায়গায় বেড়ে চলা সহিংসতা ও অপরাধের বিষয়টি গভীর উদ্বেগের। পুলিশ তদন্তে নেমেছে এবং জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।