
“মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মানতে না পারায় তাকে হত্যা করেছে,” দাবি নিহতের বড় ভাইয়ের।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নাসিরনগর থানা ওসি মাকছুদ আহাম্মদ জানিয়েছেন।
নিহত মুক্তার মিয়া (২২) চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
নিহতের বড় ভাই আক্তার হোসেন বলেন, “আমার ছোট ভাই একটি মেয়েকে পছন্দ করত। আমরা মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমাদের প্রস্তাব মেনে নিতে পারেনি। একাধিকবার আমার ভাইকে মেয়ের বড় ভাই মারধর করে।
“আজ (বৃহস্পতিবার) দুপুরে আমার ভাই তার প্রেমিকাকে নিয়ে অটোরিকশা দিয়ে কচুয়া গেলে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা মেয়ের বড় ভাইয়ের নির্দেশে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। আমরা এর সঠিক বিচার চাই।”
ওসি মাকছুদ আহাম্মদ বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
