
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নতুন করে গুরুতর অভিযোগ তুলেছেন রাশেদ খান। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, একটি “ম্যাটিকুলাস ডিজাইন” বা পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বেগম জিয়াকে হত্যা করা হয়েছে, এবং এ ঘটনায় নোবেলজয়ী ড. ইউনূস, জামায়াত নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর বর্তমান প্রধান ওয়াকারুজ্জামান জড়িত বলে তিনি অভিযোগ করেন।
রাশেদ খানের বক্তব্য অনুযায়ী, সশস্ত্র বাহিনী দিবসে বেগম জিয়াকে আমন্ত্রণ জানানোর জন্য সেনাপ্রধানের ওপর “চাপ প্রয়োগ” করা হয়। তার দাবি, পরবর্তী নৈশভোজের খাবারের সঙ্গে “বায়োকেমিক্যাল উপাদান” মেশানো হয়েছিল, যা বেগম জিয়ার ফুসফুসে গুরুতর সংক্রমণ সৃষ্টি করে। এ ঘটনার পরই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি একই রাতে মারা যান বলে রাশেদ দাবি করেন।
