নিজের বাড়িতে নিজেই পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করে অন্যের উপর দোষ চাপায়-এনসিপি নেত্রী সামান্তা

20251120 191633
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।
তবে এনসিপির নেত্রী সামান্তা গণমাধ্যমকে জানান আগামী নির্বাচনে যেন মানুষের সিম্পেথী পাওয়ার জন্য কি করা যায় তা নিয়ে আমাকে ফোন দেয়, আমি তখন বলি মানুষের কাছে যেতে, জণগণনের কাছে আশা আকাঙ্খা তুলে ধরার জন্য। আমি অবাক হয়েছি যখন সে আমাকে বলে আমি নিজেই বিষ্ফোরক দ্রব্য জ্বালিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাবো আমি ( সামান্তা) নিষেধ করা স্বত্তেও শুনে নি। কিন্তু যখন দেখলাম এটা আজ সংবাদ প্রকাশ করা হলো, তাই আমি চুপ থাকতে পারি নি।