
“শুধু আমরা না, অনেক বিদেশি কোম্পানি এটাতে ইনভেস্ট করবে বলে আমি বিশ্বাস করি,” বলেন তিনি।
রাজধানীর কড়াইল বস্তিতে হাই-টেক পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর।
তিনি বলেছেন, “আমাদের মহাখালীতে যে কড়াইল বস্তি আছে- সেখানে হাইটেক পার্ক করার কথা ছিল। সেটার প্ল্যান করা আছে। বস্তিবাসীদের কীভাবে পুনর্বাসন করা হবে, সেটারও প্ল্যান করা আছে।
“পলিটিক্যাল গভর্মেন্ট এই কাজটা করতে পারে না, কারণ বস্তি উচ্ছেদ করতে হবে। বর্তমান যে অরাজনৈতিক সরকার আছে- তাদের জন্য এটা একটা মোক্ষম সুযোগ, এই কাজটা করা দরকার।”
শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আইসিটি খাতের সংস্কার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
৯০ একর জমি নিয়ে গড়ে ওঠা ৮০ হাজার মানুষের এ আবাসস্থলই ঢাকার সবচেয়ে বড় বস্তি। গুলশান ও বনানীর মাঝামাঝির এ বস্তিতে ‘মহাখালী আইটি ভিলেজ’ গড়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের।
১৯৯৯ সালে ৯০ একর জমির মধ্যে ৪৭ একর বরাদ্দ করা হয় মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির নামে। পরবর্তী সময়ে সেখানে আইটি ভিলেজ স্থাপনের পরিকল্পনা নেয় সরকার। সেই পরিকল্পনার অংশ অনুযায়ী ২০১২ সালে সেখানে জরিপও চালানো হয়। তবে সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
আলমাস কবীর বলেন, “এখানে যদি একটা ভালো হাইটেক পার্ক করা যায়, শহরের মধ্যে অবস্থিত হওয়াতে এখানে সবাই এটাতে ইনভেস্ট করবে। শুধু আমরা না, অনেক বিদেশি কোম্পানি এটাতে ইনভেস্ট করবে বলে আমি বিশ্বাস করি।”
